দিব্যি চলছিল পরকী*য়া !বিজেপি কর্মীকে হাতেনাতে ধরে বে*দম মা*র

0
3

দিব্যি চলছিল পরকীয়া ! গ্রামেরই এক ভিন্ন ধর্মের বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন স্থানীয় বিজেপি কর্মী। কিন্তু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান দু’জনেই। ধরা পড়তেই শুরু হয় গণধোলাই। অভিযোগ, ওই মহিলার সঙ্গে সহবাস করতে মাঝরাতে প্রেমিকার বাড়িতে হাজির হতেন তিনি। প্রতিবেশীরা কয়েকদিন ধরে লক্ষ্য করে বুঝতে পারেন। আর তারপরই বুধবার মাঝরাতে পরকীয়ায় লিপ্ত যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তখন গ্রামের বাড়ি থেকে টেনে বের করে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নদিয়ার তেহট্ট এলাকা থেকে ওই যুগলকে মারধরের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই মহিলাও বিবাহিত। বিজেপি কর্মীও বিবাহিত। কিন্তু তাঁরা স্বামী–স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে পরকীয়া সম্পর্ক বজায় রেখেছিলেন। আর প্রায়ই সহবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এদিন এই মারধরের ঘটনায় সব প্রকাশ্যে এসে গেল।

গোটা বিষয়টি নদিয়ার তেহট্টের চিলাখালির মুসলিম পাড়ায় ঘটেছে।বুধবার রাত তিনটে নাগাদ মহিলার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তারপরই শুরু হয় মারধর। অভিযুক্ত যুবক এলাকার পরিচিতি বিজেপি কর্মী। দু’জনকে ল্যাম্পপোস্টে বেঁধে চলে গণপিটুনি। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।