ফের ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। । ৩৮ শতাংশের বদলের এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যাঁরা চাকরি করেন, তাঁদের ডিএ বাড়ে বছরে দু’বার। একবার জুলাইয়ে, আর একবার জানুয়ারিতে। সেক্ষেত্রে নতুন বছরে হোলিতে সুখবর আসতে পারে, সেই প্রত্যাশা ছিলই। তখন ডিএ ছিল ৩৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে ৪ শতাংশ হারেই কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। এমনকী, অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ বাবদ প্রাপ্য টাকা পেয়েও গিয়েছিলেন তাঁরা।
এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাননি এখনও।মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে হলফনামা দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, ‘হাইকোর্টের রায়ের বাস্তবায়ন করা সম্ভব নয়। কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দিলে আর্থিক বিপর্যয় ঘটতে পারে’। পরবর্তী শুনানি হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে।
এর আগে, তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকী, সেই নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চও। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীদের ডিএ মেটানো সম্ভব হয়নি। এরপর আদালত অবমাননার অভিযোগে যখন ফের হাইকোর্টের দ্বারস্থ হয় ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা, তখন পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য।




































































































































