বিমানে সজোরে ধাক্কা পাখির! ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন

0
2

সুরাট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে সবেমাত্র রওনা দিয়েছিল ইন্ডিগোর যাত্রীবাহী বিমানটি। কিন্তু কিছু দূর যেতেই উড়ানের কিছু দূর যাওয়ার পর বিমানের সঙ্গে পাখির সজোরে ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে বিমানটিকে আমদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবস্থা জারি তিরুবনন্তপুরম বিমানবন্দরে!

রবিবার ইন্ডিগো এ৩২০ বিমানে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন। সুরাট বিমানবন্দর থেকে দিল্লির পথে যাচ্ছিল বিমানটি। এই ঘটনায় বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু পাখির আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন।ডিরেক্টরেট জেনেরাল অব সিভিল অ্যাভিয়েশন-এর তরফে সরেজমিনে তদন্ত করে দেখা গিয়েছে যে, বিমানের দুই নম্বর ইঞ্জিনটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের ফ্যান ব্লে়ডগুলি কিছু জায়গায় ভেঙেও গিয়েছে। তাদের তরফে ফ্যান ব্লেডগুলি মেরামতের বন্দোবস্ত করা হয়েছে।