গোপনে শক্তি বৃদ্ধি করছে চিন। তাদের টার্গেটে উত্তর-পূর্ব ভারত সীমান্ত। লাল ফৌজের নজরে রয়েছে ‘চিকেন নেক’ শিলিগুড়ি করিডরও (Siliguri corridor)। সীমান্ত রক্ষার্থে তাই কড়া পদক্ষেপের পথে কেন্দ্র। আকাশপথে নজর রাখতে ভারতীয় সেনাবাহিনীতে এল ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রেজিমেন্ট’ (MRSAM)। ইস্টার্ন কমান্ডে সম্পূর্ণ দেশীয় কাঠামোয় সজ্জিত হয়েছে নতুন রেজিমেন্টটি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) দ্বারা তৈরি হয়েছে অস্ত্রসজ্জা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অরুণাচলের তাওয়াং সেক্টরে চিনা ফৌজের মুখোমুখি হয় ভারত। আপাতত পরিস্থিতি ঠান্ডা থাকলেও তা ক্ষণিকের স্বস্তি বলেই মনে করছে ইস্টার্ন কমান্ড (Eastern Command)। সেনাবাহিনী সূত্রে খবর, অস্বস্তির প্রধান কারণ চিনা সীমান্তের বিস্তীর্ণ অংশে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, নেই কাঁটাতার। দ্বিতীয়ত, শিলিগুড়ি করিডরকে কব্জা করার ফন্দি আঁটছে চিন, যাতে উত্তর-পূর্বের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সূত্রের খবর, সবরকম পরিস্থিতি মোকাবিলা করতেই প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।
সূত্রের খবর, মাটি থেকে আকাশ পর্যন্ত মিসাইলের জন্য ভারতীয় সেনায় এর আগে কোনো পৃথক রেজিমেন্ট ছিল না। বিশেষজ্ঞমহলের মতে, চিনকে জবাব দিতে এক নতুন রণকৌশলের পথে হাঁটছে কেন্দ্র। এ প্রসঙ্গে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা (Rana Pratap Kalita) সংবাদমাধ্যমকে জানান, আত্মনির্ভর ভারতকে সামনে রেখে প্রতিরক্ষা বিষয়ক উৎপাদনে ভারত শীঘ্রই স্বনির্ভর হয়ে উঠবে।









































































































































