শুটিং শেষে আংটি বদল করলেন রূপাঞ্জনা !

0
3

শুটিং ফ্লোরেই প্রথম দেখা। তারপর একজন অপরজনকে চেনা। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর কেটে গেছে প্রায় সাড়ে চার বছর। এবার আংটি বদল করে ‘পরিণতি’ দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। অঙ্গীকার নিলেন সবসময় একে অপরের পাশে থাকবেন।

আরও পড়ুন:Entertainment : রানির সন্তানকে খুঁজতে নরওয়ে পৌছলেন অভিনেতা অনির্বাণ !

২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তারপর একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী। শুটিং ফ্লোরেই রাতুলের সঙ্গে পরিচয় হয়। ভালোলাগা কবে যে ভালোবাসায় পরিণত হয় তা বুঝতে পারেননি দুজনের কেউই।এবার দার্জিলিং-এ পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিং শেষ করে আংটি বদল করলেন দুজনে। সাক্ষী ছিল রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ান।
রূপাঞ্জনা, রাতুলের থেকে ৬ বছরের বড়। বয়স যে ভালবাসার ক্ষেত্রে কখনও বাধা হতে পারে না তা মনে প্রাণে বিশ্বাস করেন তাঁরা। বিশ্বাস করেন বন্ধুত্বে। তাই আংটি বদলের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, ‘‘সত্যি প্রেমের গল্পে কখনও সমাপ্তি হয় না৷ একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটি বদল, এনগেজড।’’