কলকাতায় অরিজিৎ সিং-এর (Arijit Singh) লাইভ কনসার্টে রূপমের (Rupam Islam) উপস্থিতি চমক জাগিয়েছিল দর্শকের মনে। রকস্টার রূপমের কাছেও এটা ছিল বিরাট বড় প্রাপ্তি। তিলোত্তমা মাতিয়ে গত শনিবার ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় (Aquatica) আয়োজিত কনসার্টে গান গেয়েছেন অরিজিৎ (Arijit Singh)। দর্শকাসনে রূপমের উপস্থিতির কথা জানতে পেরেই ‘রূপম ইসলাম ইজ হিয়ার…’ বলে চেঁচিয়ে উঠেছেন অরিজিৎ। গেয়েছেন রূপমের জনপ্রিয় ‘আরো একবার চলো ফিরে যাই/পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…’ গানটি। এখানেই শেষ নয়। এরপর আসর আরও জমে উঠেছিল।মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়েছেন অরিজিৎ, আর দর্শকাসনে দাঁড়িয়ে মাইক হাতে গেয়েছেন রূপম। অরিজিতের সুর ধরে তাঁর গলায় শোনা গেল, ‘তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি/সেই ভুলে যাওয়া তোমাকেই/সেই তোমাকেই, তোমাকেই/সেই তোমাকেই.. ’। প্রত্যাশার পারদ জমছিল আর সঙ্গে জল্পনা, এক সঙ্গে কাজ করবেন অরিজিৎ- রূপম? বুধের সন্ধ্যায় অপেক্ষিত পোস্ট এলো রূপমের সোশ্যাল মিডিয়ায়। অরিজিতের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করে রূপম লেখেন, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ আসছে বিস্তারিত জানবেন পরে। ”
জানার আগ্রহ তো বরাবরই ছিল । এবার রূপমের পোস্টের পর উচ্ছ্বসিত দুই তারকার ফ্যানেরা। যে ভিডিওটি ফসিলস – এর গায়ক পোস্ট করেছেন , তাতে দেখা যাচ্ছে অরিজিৎ গিটারে একটি সুর বাজাচ্ছেন। গান গাইছেন রূপম, সেই পরিচিত কন্ঠ আর গান “কেন করলে এরকম”। এরপরই দর্শকের উদ্দেশ্যে রূপম বলেন একসঙ্গে কাজ হচ্ছে, বাকিটা ক্রমশ প্রকাশ্য। ব্যাস এইটুকুই যথেষ্ট, গায়কের পোস্টের পরেই কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। জানা যাচ্ছে খুব শিগগিরই অরিজিৎ – রূপমের যুগলবন্দি শুনতে চলেছেন বাংলার সংগীতপ্রেমী শ্রোতারা।
আরও পড়ুন- সাগরদিঘির “শুভেন্দু ঘনিষ্ঠ” কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে “যৌ*ন হে*নস্তা”র অভিযোগ



































































































































