প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্দিষ্ট করলো শিক্ষা মন্ত্রক, নির্দেশ সব রাজ্যকে

0
5

দেশের প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্দিষ্ট করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য পড়ুয়াদের নূন্যতম বয়স ৬ বেশি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই নিয়ম চালু করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলিকে।

আইএএনএস-এর তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নূন্যতম ৬ বছরের বেশি (Six Plus) করার জন্য৷ এত দিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসছে। সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে, অবিলম্বে দুই বছরের ডিপ্লোমা ইন প্রিস্কুল এডুকেশন কোর্সের ব্যবস্থাপনা তৈরি ও শুরু করার জন্য৷