পরের বিশ্বকাপে কি খেলবেন মেসি? কী বললেন আর্জেন্তাইন দলের কোচ?

0
4

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে কাতার ২০২২ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে নীল-সাদার দেশ। স্বপ্নপূরণ করেছেন আপামোর আর্জেন্তাইন সমর্থকদের। এরপরই প্রশ্ন আসে পরের বিশ্বকাপও কি খেলবেন মেসি? আর এবার এই প্রশ্নের উত্তর দিলেন আর্জেন্তাই কোচ লিওনেল স্কালোনি। বললেন, একটি শর্তেই বিশ্বকাপ খেলতে পারেন মেসি।

এই নিয়ে একটি সাক্ষাৎকারে আর্জেন্তাইন কোচ স্কালোনি বলেন, “লিও পরের বিশ্বকাপ খেলবে কি না সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। তবে আমার মনে হয় একটা শর্তেই ও খেলবে। সেটা হল ওর শরীর। শরীর খেলার ধকল নিতে পারলে তবেই মেসি খেলবে।”

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। বললেন একটা জয়ের একটা আবেগ কাজ করছিল। এই নিয়ে স্কালোনি বলেন,”এবারের বিশ্বকাপে দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও দেশের সমর্থকদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল। এই বন্ধনের ফলে অনেক বেশি আবেগ নিয়ে সবাই খেলেছে। সমর্থকরা আমাদের আরও বেশি সাহস জুগিয়েছে। তাই আমরা জিততে পেরেছি।” তবে মেসি দলের থাকায় যে দল শক্তিশালী হয়েছে, সেটা জানাতে ভুললেন না আর্জেন্তাইন কোচ। এই নিয়ে তিনি বলেন,” আমি ভাগ্যবান যে দলে মেসির মতো একজন ফুটবলারকে পেয়েছি। ও থাকলে অনেক কিছু অনেক সহজে হয়ে যায়। কারণ, ও বিশ্বের সেরা ফুটবলার।”

আরও পড়ুন:ব‍্যাট হাতে ব‍্যর্থ, কে এল রাহুলের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন দ্রাবিড়