সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! লরি-ট্রেলার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। আহত অন্তত ১২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা।

আরও পড়ুন:BSF ক্যাম্পেই ন্যক্কারজনক ঘটনা! কমান্ডারের লা*লসার শিকার মহিলা কনস্টেবল
মঙ্গলবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবড়ি জোড়া বাঁধ এলাকায় দশ চাকার ট্রাকের সঙ্গে শ্রমিক বোঝাই একটি ট্রেলারের মুখোমুখি ধাক্কা লাগে। ওই ট্রাক্টরে করে রেলের নির্মাণ কাজে যাচ্ছিলেন শ্রমিকেরা। উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই ট্রেলারটিকে ধাক্কা মারলে ছিটকে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও দুজন শ্রমিকের। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কমল মাল। শ্রমিকদের বেশিরভাগই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা। রেলের ঠিকাদার সংস্থার হয়ে নির্মাণ কাজে এসেছিলেন তারা। চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।








































































































































