রবিবার মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ের পর উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শনিবার ডার্বির আগে এই জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। তিনি মনে করছেন, আগামি শনিবার কলকাতা ডার্বিতে একটা ভাল লড়াই দেখার সুযোগ পেতে চলেছেন দুই দলের সমর্থকেরা।
ম্যাচ শেষে স্টিফেন বলেন,”ডার্বি সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা খুব ভাল করেই জানি। আমরা ম্যাচটা জিততেই চাই। আমরা মুম্বইয়ের বিরুদ্ধে জিতেছি। ওরাও কেরলের বিরুদ্ধে ভাল জয় পেয়েছে। তাই ডার্বিতে জোর লড়াই হবে। তবে এটিকে মোহনবাগান যেহেতু সেরা ছয়ে রয়েছে, তাই ওরাই আমাদের চেয়ে এগিয়ে। পরের মরশুমে হয়তো আমরা এগিয়ে থাকব।”
রবিবার মুম্বই ফুটবল এরিনায় জ্বলে ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের একমাত্র গোলে চলতি লিগের ছ’নম্বর জয়টি পায় ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদ কোচের ধারণা, কলকাতা ডার্বির সপ্তাহ খানেক আগেই এমন এক জয়ে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করে নিল তাঁর দল। এই নিয়ে তিনি বলেন, “রবিবারের এই জয়ের আশা করি, আজকের পারফরম্যান্স থেকে যে আত্মবিশ্বাস পেলাম আমরা, তা পরের ম্যাচে আমাদের সঙ্গে থাকবে। কেরল, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আত্মবিশ্বাসও সঙ্গে থাকবে। এই ম্যাচগুলোতেই আমরা বুঝিয়ে দিয়েছি, নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি। হয়তো অনেকেরই মনে আছে, ডুরান্ড কাপেও আমরা পূর্ণশক্তির মুম্বইকে হারিয়েছিলাম। আমরা সেরা দল না হতে পারি। কিন্তু আমাদের চেষ্টায় কোনও ত্রুটি হয়নি কখনও।”

দলের খারাপ পারফরম্যান্সের জন্য মাঝে মাঝেই দল এবং কোচ নিয়ে উঠছে কথা। এই নিয়ে কিছুটা অভিমানী স্টিফেন। এই প্রসঙ্গে কোচ বলেন, “নিন্দুকদের জন্য হয়তো এটাই যোগ্য জবাব নয়। কারণ, এর আগে অনেক বাজে বাজে ভুল করে ম্যাচ হেরেছি আমরা। তাছাড়া, ইস্টবেঙ্গলের মতো বড় দলের কোচ হয়ে কখনও সবাইকে খুশি করা সম্ভব নয়। ছ’টা ম্যাচ জিতে এবার আইএসএলে আমরা গত দুবারের চেয়ে ভাল ফল করেছি। এখনও লিগের সর্বোচ্চ গোলদাতা আমাদের দলের।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস









































































































































