মন্দার জেরে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থায় চলছে ছাঁটাই পর্ব। মাইক্রোসফট(Microsoft), গুগলের(Google) মতো সংস্থা হেঁটেছে ব্যাপক ছাঁটাইয়ের পথে। এদের সঙ্গেই এবার যোগ হল চাকরি খোঁজার সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম লিঙ্কডইন(Linkedin)। রাতারাতি ৬৭১ কর্মীকে ছাঁটাই করল এই সংস্থা।

বিশ্ববাজারে মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলিতে। যার জেরে একে একে মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিতে বহু কর্মীর চাকরি গেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন লিঙ্কডইন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্কডইনের মালিক মাইক্রোসফট হোলোলেন্স, সারফেস ও এক্সবক্স টিম সহ তার হার্ডওয়্যার বিভাগে ছাঁটাই ঘোষণা করেছে আগেই। এবার সেই পথেই হেঁটেছে প্রযুক্তি সংস্থা। ব্লুমবার্গ জানিয়েছে, লিঙ্কডইন তার ৬১৭ জন কর্মীকে বরখাস্ত করেছে।
উল্লেখ্য, ২৬.২ বিলিয়ন ডলারে ২০১৬ সালে লিঙ্কডইন কিনে নেয় মাইক্রোসফট। এরপর থেকেই আরও জোরদারভাবে বাড়তে থাকে কোম্পানির ব্যবহারকারীর সংখ্যা। তবে বর্তমানে মন্দার বাজারে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল এই কোম্পানি। একা লিঙ্কডইন নয়, মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম গিটহাব কোম্পানির অর্থবছরের শেষের মধ্যে তার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে।









































































































































