মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানা। এবার মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরেরই হামলা চালাল এক আততায়ী। হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। জখম অন্তত ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, পলাতক আততায়ী। তার ছবি প্রকাশ্যে এলেও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

মার্কিন পুলিশ সুত্রের খবর, সোমবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বার্কলে হল নামে একটি ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের সামনে গুলি চালায় এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও পাঁচজনকে।খবর পেতেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে চম্পট দেয় আততায়ী। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, হামলার পর পায়ে হেঁটেই পালিয়েছে বন্দুকবাজ।তড়িঘড়ি তার ছবি-সহ বিবরণ প্রকাশ করেছে পুলিশ ।
এদিকে, হামলার পরে খালি করে দেওয়া হয় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। পরে অবশ্য পুলিশের তরফে জানানো হয়, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ। আপাতত বিশ্ববিদ্যালয়ে কোনও হামলার সম্ভাবনা নেই।








































































































































