কামারহাটিতে বিধ্বং*সী আ*গুন। কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন।মঙ্গলবার আচমকাই আগুন লাগে কামারহাটির জুট মিলে৷ ইতিমধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকলের কর্মীরা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷ আতঙ্ক ছড়িয়ে জুটমিল সহ গোটা এলাকায়৷
পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।জুটমিলের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুদামে রাখা পাটের গাঁটরিতে আগুন লেগে গিয়েছে।সেই এখনও ধিকিধিকি জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে জুটমিলের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দ্রুত চলে আসে দমকল ও বেলঘরিয়া থানার পুলিশ । আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসায় আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।








































































































































