লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের আবর্তমানে অতিরিক্ত দায়িত্ব সামলাতে ব্যর্থ নেইমারের । আরও একটি ম্যাচ হারল প্যারিস সঁ জরমঁ। এ বার মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে মাঠ ছাড়ল নেইমারের দল। আর এর পরেই মেজাজ হারালেন খোদ নেইমার। সতীর্থ ও দলের মালিক লুই কাম্পোসের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করলেন নেইমার। এমনকী, সেই ঝগড়া গড়াল সাজঘর পর্যন্ত।
জানা গিয়েছে , প্রথম একাদশ নিয়ে খুব একটা খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালীন মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে তর্ক হচ্ছিল তাঁর। সেটা কার ও চোখ এড়ায়নি । দল যে একসঙ্গে খেলছে না সেটা বোঝা যাচ্ছিল। তার ফলও মেলে হাতেনাতে । ১-৩ গোলে হারে পিএসজি। মোনাকোর হয়ে জোড়া গোল করেন বেন ইয়েডার। আর একটি গোল আলেকজান্ডার গোলোভিনের। পিএসজির হয়ে একমাত্র গোল করেন এমেরি।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। তাঁর ফরোয়ার্ড জুটি হুগো একিটিকের সঙ্গে ঝগড়া হয় তাঁর। আর এক সতীর্থ ভিটিনহার উপরেও রেগে ফেটে পড়েন নেইমার।
বচসা গড়ায় সাজঘর পর্যন্ত। দলের খেলায় একটুও খুশি হতে পারেননি মালিক কাম্পোস। ফুটবলাররা সাজঘরে ফিরলে তাঁদের তুলোধনা করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেইমার। মালিকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন তিনি।



































































































































