Arambagh: লোকালয়ে হাতির হা*না! আতঙ্কে স্থানীয়রা, জারি ১৪৪ ধারা

0
2

আরামবাগে একপ্রকার লক ডাউনের ছবি দেখা গেলো দাঁতাল হাতির তান্ডবে। এদিন দুটি দাঁতাল হাতি ঢুকে পরে আরামবাগে। আরামবাগ শহরজুড়ে সারাদিন ধরে তান্ডব চালায় দুটি হাতি। বাজার দোকান লন্ডভন্ড হয়ে জায় হাতির তান্ডবে। হাতিকে প্রণাম করতে গিয়ে হাতির আক্রমণে মৃ*ত্যু হয় এক ব্যক্তির। এছাড়াও হাতি তাড়াতে গিয়ে গুরুতর আহত হয় দুজন। আরামবাগের মানুষ জানায় বহু বছর বাদে এভাবে হাতি তান্ডব চালালো আরামবাগ শহরে। আরামবাগ শহরে জারি করা হয় ১৪৪ ধারা। দীর্ঘ লক ডাউনের পর আবার একপ্রকার লক ডাউনের ছবি দেখলো আরামবাগের মানুষ হাতির তান্ডবে। ভয়ে মানুষ বাড়ির ভিতর ঢুকে জায় বন্ধ হয়ে জায় সমস্ত দোকান বাজার।আরামবাগ শহর জুড়ে সারাদিন চলে দাঁতাল হাতির তান্ডব।

আরও পড়ুন- পঞ্চায়েতের আগে ‘ছন্নছাড়া’ বিজেপিকে অক্সিজেন জোগাতে শহরে নাড্ডা