বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে(BJP Leader) গুলি করে খুন করল মাওবাদীরা(Naxal)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের(Chattishgar) নারায়ণপুরে(Narayan)। এই হত্যা প্রসঙ্গে মাওবাদীদের তরফে জানানো হয়েছে, সাবধান করা সত্ত্বেও লৌহ-আকরিক শিল্প নিয়ে প্রচার করছিলেন ওই নেতা। যার জেরেই এই শাস্তি।

ছত্তিশগড় পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তাঁরা নিজেরাই জানায় যে তাঁরা মাওবাদী সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগরের। মৃতের পরিবারের দাবি, মোটরবাইকে করে এসেছিল দুজন মাওবাদী। সাগর করে গুলি করে দ্রুত বেরিয়ে যায় তারা। পরিবারের আরও দাবি শুক্রবারের ঘটনার আগে একাধিকবার মাওবাদীদের তরফে খুনের হুমকি দেওয়া হয়েছিল সাগরকে। লৌহ-আকরিক প্ল্যান্ট তৈরি নিয়ে ওই বিজেপি নেতার প্রচার ভালো চোখে দেখেনি মাওবাদীরা। যার জেরেই এই খুন। তবে ছত্তিশগড়ে মাওবাদীদের তৎপরতা এই প্রথমবার নয়, কয়েক দিন আগেই একটি বিয়ে বাড়ি থেকে বিজেপি নেতাকে টেনে এনে খুনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। সেখানেও নাম জড়িয়েছে মাওবাদীদের।





































































































































