উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে(Meghalaya) বিজেপি(BJP) জোটকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল। ঘাসফুলকে ঠেকাতে এবার হিংসার পথে নামল শাসকদল। মঙ্গলবার রাতে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী(TMC Candidate) ও সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল ন্যাশনাল পিপলস পার্টির(NPP) বিরুদ্ধে। এই হামলায় আহত হয়েছেন ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসজি এসমাতুর মোমিনিন(SG Esmatur Mominin)।
জানা গিয়েছে, পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি (Phulbari) কেন্দ্রের চারবাতাপাড়ায় এক জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেই সভা শুরুর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ সেখানে চলে দুষ্কৃতী হামলা। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসমাতুর মোমিনিন সহ তৃণমূল কর্মীরা। দুষ্কৃতী হামলায় তৃণমূল প্রার্থী সহ বহু কর্মী আহত হন। ঘটনার জেরে অনেককেই ভর্তী হতে হয় হাসপাতালে। এই ঘটনার পর সংবাদমাধ্যমকে মোমিনিন বলেন, তৃণমূল সেখানে নির্বাচনী লড়াইয়ে নামতেই সজাগ এনপিপি। লড়াইয়ের রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশে তৃণমূলের উপর এই হামলা। সভা বানচালের চেষ্টা। এ বিষয়ে অবশ্য এনপিপি-র এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল। ক্ষমতা দখলের লড়াইয়ে মেঘালয়ে জোর কদমে প্রচারও শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে তৃণমূলের জমি শক্ত হওয়ার পর এবার ঘাসফুল ঠেকাতে হামলার পথ ধরল এনপিপি-বিজেপি জোট শিবির।