মহিমান্বিত সতীদা*হ! BJP সাংসদের বক্তব্যের তুমুল বিরোধিতা সংসদে

0
2

ধর্মের সঙ্গে রাজনীতি মেলানো বা কুসংস্কারকে সমর্থন- এই সব অভিযোগই আছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এবার সতীদাহ-র মতো কুপ্রথাকে মহিমান্বিত করার অভিযোগ উঠল বিজেপি (BJP) সাংসদ সিপি জোশির (CP Joshi) বিরুদ্ধে। এর বিরোধিতায় প্রবল সরব হন বিরোধীরা। শেষে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা (Om Birla)।

সমাজের সঙ্গে প্রবল লড়াই করে স্বামীর চিতায় সহমরণের কুপ্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। সেই ঘটনার যুগ যুগ পরে সেই কুপ্রথার মহিমা কীর্তন করার অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) ভাষণের পরে ধন্যবাদ জ্ঞাপন ভাষণের সময়ে ‘সতী’ (Sati) শব্দটি ব্যবহার করেন রাজস্থানের চিতোরগড়ের বিজেপি সাংসদ। বলেন, আলাউদ্দিন খিলজি যখন আক্রমণ করে সেই সময় রানি পদ্মাবতী সতী হন। এর প্রতিবাদে সরব হন সুপ্রিয়া সুলে-সহ বিরোধী মহিলা সাংসদরা। তাঁদের অভিযোগ, সতীদাহকে মহিমামণ্ডিত করছেন জোশি। শুরু হয় তীব্র গোলমাল। শেষ পর্ষন্ত কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করার কথা ঘোষণা করেন স্পিকার।

তবে, বিজেপি সাংসদের দাবি, তিনি সতীদাহকে মহিমান্বিত করতে কিছু বলেননি, রানি পদ্মাবতী যে ‘জওহর’ ব্রত পালন করেছিলেন, সেই কথা উল্লেখ করেছেন। তবে, তিনি যে নিজের বক্তব্যে অটল তা জানিয়েছেন সিপি জোশি।