আদানি ইস্যুতে সংসদের বাইরেও সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে নয়াদিল্লির যন্তর মন্তরে এলআইসি অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের দলীয় কার্যালয়ে বৈঠক করে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে বেরিয়ে এলএইসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সাংসদরা।মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভভে সামিল হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন ছাড়াও প্রবীণ সাংসদ সৌগত রায়, জহর সরকার, মহুয়া মৈত্র, শান্তনু সেন, সুব্রত বক্সি সহ অনান্যরা।
আরও পড়ুন:আদানি ইস্যুতে উত্তপ্ত সংসদ! ধর্ণায় একজোট বিরোধীরা
এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ” আদানি নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নীরবতা পালন করে এসেছেন। আমরা লোকসভায় আদানি ইস্যুতে আলোচনা চাই। বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রেখেই আমরা আলোচনা চাই। বিরোধীদের পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।”





































































































































