আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ। এদিন নিজেই এমনটাই জানালেন তিনি। টেস্ট ক্রিকেটে সুযোগ পাননা ফিঞ্চ। একদিনের ক্রিকেট থেকে গত বছরই অবসর নিয়েছিলেন, আর এবার টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এতদিন তিনিই ছিলেন টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক।
এদিন ফিঞ্চ বলেন, “অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে দলটাকে। আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি। আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।”
২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ফিঞ্চের। অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি টি-২০, ১৪৬টি একদিনের ম্যাচ এবং ৫ টি টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি শতরান রয়েছে ফিঞ্চের। এর মধ্যে টি-২০ ক্রিকেটে দু’টি শতরান করেন ফিঞ্চ। তিনি শেষ টেস্ট খেলেন ২০১৮ সালে। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই প্রথম বার টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থক্য গড়ে দেবেন সূর্যকুমার, বললেন শাস্ত্রী