১০ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পাকিস্তান ম্যাচের কয়েকদিন পরেই মহিলা আইপিএলের নিলাম। সেই নিয়ে প্রশ্ন করতেই হরমনপ্রীত বলেন, চিন্তায় এখন শুধুই টি-২০ বিশ্বকাপ।
এদিন হরমনপ্রীত বলেন,” নিলাম আছে জানি। তার আগে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা এখন সেই ম্যাচেই মনঃসংযোগ করার চেষ্টা করছি। অন্য কিছু নিয়ে এখন ভাবার সময় নয়। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে। টি-২০ বিশ্বকাপ ঘরে তুলতে।”

এরপাশাপাশি হরমনপ্রীত আরও বলেন, “বিশ্বকাপ অন্য যে কোনও কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমদের লক্ষ্য ট্রফি। এই প্রতিযোগিতার গুরুত্ব সব ক্রিকেটারই জানে। মনঃসংযোগ কীভাবে বজায় রাখতে হয়, তা আমরা জানি। দলের সকলে যথেষ্ট পরিণত। সবাই জানে কীসের গুরুত্ব বেশি।”











































































































































