বর্ষা এলেই নতুন বাড়ির সামনে জল জমে, সমাধান চেয়ে মেয়রকে চিঠি সৌরভের

0
3

কলকাতায় বৃষ্টি হলেই জল জমার সমস্যা বহুদিনের। এই জল সমস্যা থেকে রেহাই পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে তাঁর নতুন বাড়ির সামনে। সেই সংক্রান্ত সমস্যা জানিয়ে চিঠি লিখলেন কলকাতা পুরসভার মেয়রকে।

সূত্রের খবর, তাঁর লোয়ার রাউডন স্ট্রিটের বাড়ির সামনের রাস্তায় বর্ষার জমা জল নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক। সামনেই বর্ষা আসবে বাংলায়। নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ৮/১ এ, লোয়ার রাউডন স্ট্রিটে গত বছর মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। নতুন বাড়ির সংস্কার করে সেখানে থাকবেন মহারাজ। সে বাড়ি নিয়েই তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। সমস্যার সমাধান খুঁজে বের করতে চিঠি লিখেছেন ফিরহাদ হাকিমকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠি মেয়রের দফতরে আসার পরই তৎপরতা শুরু হয়েছে নিকাশি বিভাগে। পৌরসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও সূত্রের খবর। কয়েক দিনের মধ্যেই সৌরভের বাড়ি-সহ এলাকা পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা। তার পরই প্রয়োজনীয় পরিকল্পনামাফিক কাজ হবে বলে পুরসভা সূত্রে খবর।

আরও পড়ুন- জীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের