শাসকদলের নেতাদের দিকে বারবার অভিযোগ দুর্নীতির অভিযোগ তোলে গেরুয়া শিবির। এবার একে একে জালে জড়াচ্ছেন বিজেপি (BJP) নেতৃত্ব। নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চার কার্যকর্তা প্রশান্ত দেবনাথ (Prasanta Debnath)।

অভিযোগ, গতবছর সল্টলেকের (Salt Lake) সুকান্ত নগর এলাকার প্রোমোটার আমির খান প্রশান্ত দেবনাথের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন। সেখান তিনি জানান, একটি বহুতল তৈরির সময় ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা দাবি করেন ওই বিজেপি যুবনেতা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত প্রশান্ত দেবনাথ ওরফে ফাটাকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যদিও দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপি নেতা অনুপম ঘোষের দাবি, “বিজেপির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত। তিনি সুকান্ত নগর এলাকার বেআইনি নির্মাণের বিরোধিতা করেছিলেন। সেই কারণেই তাঁকে আটকাতে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”

তবে, সেই অভিযোগ উড়িয়ে শাসকদলের দাবি, প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। আইন আইনের পথে চলবে।










































































































































