মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ধানবাদের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে শিশু-সহ ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ১৫ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি।পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন:ধানবাদের বেসরকারি হাসপাতালে ভয়াব*হ আগু*ন! মৃ*ত ২ বাঙালি চিকিৎসক সহ মোট ৫
এদিন রাতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি টুইট করে জানানো হয়, “পিএমএনআরএফ-এর পক্ষ থেকে ধানবাদে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন প্রধানমন্ত্রী। পিএমও-র তরফে টুইটে জানানো হয়েছে,”ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the fire in Dhanbad. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 31, 2023
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনি গতকাল জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে জেলা প্রশাসন। এবং আহতদের চিকিৎসা পরিষেবাও দেওয়া হচ্ছে।
এই ঘটনায় ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলিকে ধানবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে। বুধবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে।