শিষ্যাকে (Deciple) ধ*র্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে (Asaram Bapu) যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনাল আদালত (Court)। ১০ বছর আগে আশ্রমের মধ্যেই এক নাবালিকাকে ধর্ষ**ণে তাঁকে এই শাস্তি শোনাল গুজরাটের (Gujarat) গান্ধীনগরের (Gandhinagar) দায়রা আদালত। সোমবারই আসারাম বাপুকে (Asaram Bapu)দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার, গান্ধীনগরের দায়েরা আদালতের বিচারক ডি কে সোনি (D K Soni) সাজা ঘোষণা করেন।

প্রায় ১০ বছর আগে ২০১৩-য় গুজরাটের মোতেরায় আশ্রমের মধ্যেই এক শিষ্যাকে ধর্ষণ করেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম। সেই মামলায় তাঁর বিরুদ্ধে IPC ৩৪২, ৩৫৪এ, ৩৭০ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। ঘটনায় আসারামের পরিবারের মদত ছিল বলেও অভিযোগ। যদিও আসারামের স্ত্রী-সহ আরও ছয় জন এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে গান্ধীনগরের দায়েরা আদালত। গত ১০ বছর ধরেই জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু। বর্তমানে তার বয়স ৮০ বছরের বেশি।

২০১৩ সালে যোধপুরের আশ্রমেও ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেন আসারাম বাপু। সেই মামলাতেও তাঁকে যোধপুর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর ওই বছরই মোতেরায় আশ্রমের মধ্যে এক শিষ্যাকে ধর্ষণ করেন আসারাম। এবার সেই মামলাতেও যাবজ্জীবন কারাবাসের সাজা হল তার।







































































































































