আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়

0
4

কয়েকদিনেই আগে বলেছিলেন দেশ ছাড়বেন। বিদেশের হয়ে ক্রিকেট খেলার কথা জানিয়ে ছিলেন। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা টুইটারে জানিয়েছেন তিনি।

এদিন টুইট করে নিজের অবসরের কথা জানিয়ে মুরলী লেখেন,”সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভাল কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের। বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর ভরসা রেখেছে। এছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাঁদের বড় ভূমিকা ছিল। এছাড়া কেরিয়ারের ভাল ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।”

আরও পড়ুন:ডাইনি অপবাদ শুনেছেন মা, বিশ্বজয় করে মাকে গর্বিত করলেন অর্চনা