এমনও হয়! ৩৪ বছর বয়সি যুবক যখন হাসপাতালে ভর্তি হন তখন কেউ ভাবতেও পারেননি এরপর কী ঘটতে চলেছে।পেটে তীব্র যন্ত্রণা, মাথা ঘোরা ও ঘন ঘন বমি পাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই রোগী।দুদিন ধরে মলত্যাগও হচ্ছিল না তাঁর।কিন্তু সমস্যা শোনার পর, যুবককে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন চিকিৎসকরা। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। দেখা যায়, তাঁর ক্ষুদ্রান্ত্রে আটকে রয়েছে কন্ডোমে মোড়া আস্ত একটি কলা! সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। নিপুণভাবে তাঁর অন্ত্র থেকে বের করে আনা হয় কন্ডোম জড়ানো কলাটি। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। এছাড়াও, হরমোনের ভারসাম্য ঠিকঠাক ছিল না তাঁর শরীরে। কিন্তু কোনও এক মোক্ষম মুহূর্তে কন্ডোমে মুড়ে কলাটি খেয়ে ফেলেছিলেন তিনি। আপাতত সুস্থই রয়েছেন ওই যুবক। অস্ত্রোপচারে তিনদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। আপাতত কোনও সমস্যা হচ্ছে না তার।
কিওরআস জার্নালের চলতি সপ্তাহের সংস্করণে এই আশ্চর্য ঘটনাটির কথা জানা গেছে।চিকিৎসকরা জানিয়েছেন, ৬ মাস পর থেকে তিনি স্বাভাবিক খাবার খেতে পারবেন।এভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন ভাবেননি ওই যুবকও।