বাংলায় হাতেখড়ির পরদিনই দিল্লির বাংলা মাধ্যম স্কুলে রাজ্যপাল! কিন্তু কেন?

0
2

গতকাল, ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন রাজভবনে বাংলায় “হাতেখড়ি” দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজধানী দিল্লিতে উড়ে গিয়ে এক বাংলা মাধ্যম স্কুলে রাজ্যপাল। কিন্তু কেন? সিভি আনন্দ বোস দিল্লির ওই স্কুলে যান প্রধানমন্ত্রীর এক অনুষ্ঠান আমন্ত্রিত হয়ে।

আজ, শুক্রবার সকালেই পরীক্ষার্থীদের নিয়ে “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপাল আনন্দ বোস প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান শুনতেই দিল্লির ওই স্কুলে গিয়েছেন। দিল্লির বুকে বাংলা স্কুলে গিয়ে বাংলার রাজ্যপালের “পরীক্ষা পে চর্চা” শোনাটাও বেশ তাৎপর্যপূর্ণ। আসলে রাজ্যপাল নিজের বাংলার প্রতি টান বা ভালবাসা কতটা, সেটা তাঁর কাজকর্মের মধ্যেই প্রমাণিত।

রাজ্যপাল আগেই জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা শিখবেন। সেই মতো হাতেখড়িও নিয়েছেন। এবার চলে গেলেন বাংলা স্কুলে। বাংলার রাজ্যপালের জন্য প্রতিটি বাঙালি আজ গর্বিত।