Weather Update : রাজ্যে উধাও শীত ! পশ্চিমী ঝঞ্ঝাতেই বিপত্তি জানাল হাওয়া অফিস

0
2

মাঘের শীতের (Winter) দাপট গত চার পাঁচ দিনে কোথায় যেন উধাও হয়ে গেছে। শীতল উত্তুরে হাওয়ার কোনও লক্ষণ দেখছেন না হাওয়া অফিসের(Weather Department) কর্তারা। পশ্চিমী ঝঞ্ঝাতেই (Western storm) যত বিপত্তি বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সকাল হতে না হতেই বেপাত্তা শীতের হিমেল পরশ। বেলা বাড়তেই গরম আর অস্বস্তিতে কিছুটা হলেও ব্যাকফুটে মাঘের শীত।

উষ্ণ মকর সংক্রান্তির পর সরস্বতী পুজোতেও সেই উষ্ণতা বৃদ্ধির খবরে মন খারাপ বাঙালির। আগামী দু’দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত রাজ্যে বৃষ্টির(Rain) কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। রেকর্ড বলছে মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। শুধু দক্ষিণবঙ্গেই নয়, শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরেও। IMD বলছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এবং মনে করা হচ্ছে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী ২৭ জানুয়ারি শুক্রবার নাগাদ।পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সময় দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।