সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতার দাবিতে মিছিল করার অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)।
মঙ্গলবার, এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জানান, ২৭ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে KMC-র সদর দফতর পর্যন্ত মিছিল করা যাবে। তবে ওই অঞ্চলে অবস্থান বিক্ষোভ করা যাবে না। তার বদলে ওই দিনই শহিদ মিনারে অবস্থান করতে পারবেন আন্দোলনকারীরা। তবে শহিদ মিনার চত্বর পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিতে হবে আন্দোলনকারীদেরই।
বকেয়া ডিএ-র দাবিতে ২৮ টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ মিছিল করার অনুমতি চায়। কিন্তু ২৭ জানুয়ারি ওই নির্ধারিত রাস্তায় মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ (Police)। এর বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। সেই সেই মামলার শুনানিতেই এদিন মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।








































































































































