এবারের রেড রোডে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় ঘন্টার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল ২৬ জানুয়ারির দু’দিন আগেই। এবার কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ যুদ্ধাস্ত্র। অর্থাৎ, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্র। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন। সঙ্গে কলকাতা পুলিশের মহিলা রেপিড ফোর্স এবং উইনার্স। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তাই দুর্গাপুজোর থিম নিয়ে একটি জমকালো ট্যাবলো থাকবে কুচকাওয়াজে।
২৬ জানুয়ারি ঠিক সকাল ৯টায় অ্যাসেমবলি। ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকের সামনে। কাঁটায় কাঁটায় সকাল পৌনে ১০টায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মেমোরিয়াল মূর্তির সামনে থেকে পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুরু হবে দেড় ঘন্টার কুচকাওয়াজ।













































































































































