একম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ঘরে তুলল ভারতীয় দল। শনিবার রায়পুরে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১০৮ গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ২৭ রান করেন স্টানার। একরান করেন লাথাম। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে রোহিত শর্মার অর্ধশতরান। ৫১ রান করেন তিনি। ৪০ রানে অপরাজিত শুভমন গিল। ১১ রান করেন বিরাট কোহলি। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন হেনরি শিপলে এবং মিচেল স্টানার।













































































































































