Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গল এফসির। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে ০-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন যতই ভাল দেখার প্রতিশ্রুতি দিন না কেন, লাল-হলুদের খেলায় কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।

২) সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রোনাল্ডোর উদ্দেশে বিরাট বার্তা কোহলির। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে।

৩) প্রতারণার শিকার আইসিসি। জানা যাচ্ছে, কমপক্ষে ২৫ লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় যা ২০ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির দুবাই অফিসের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

৪) যৌন হেনস্থার পর এবার, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ আনলেন দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া।

৫) রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শুক্রবার লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় পেল মনোজ তিওয়াড়ার দল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট অর্জন করল বাংলা। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি।