বদলে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন! বিজ্ঞপ্তি জারি পর্ষদের

0
3

মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi) বিধানসভায় উপনির্বাচনের (By Election) কারণে বদলে গেল মাধ্যমিকের (Madhyamik) ইতিহাস (History) পরীক্ষার দিন। ২৭ ফেব্রুয়ারির বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার স্থান এবং সময় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও বদল হয়নি বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণার পর জানা যায় ওই দিনই রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। উপনির্বাচনের নির্ঘণ্ট এবং মাধ্যমিক পরীক্ষা সূচি একই দিনে হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও। এরপরই বৃহস্পতিবার পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা (Subrata Saha)। আর তারপরই ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।