লক্ষ্যে রেকর্ড মার্জিন, ভোটের দিন ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সাগরদিঘির তৃণমূল কর্মীরা

0
2

উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে বাংলার একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। আর ভোটের দিন ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের দেওয়াল লিখন। প্রার্থীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত আপাতত দেওয়ালে দলীয় প্রতীক আঁকলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। লক্ষ্য রেকর্ড মার্জিন।

গত ২৯ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। সাগরদিঘি বিধানসভা আসন থেকে পরপর তিনবারের বিধায়ক ছিলেন সুব্রতবাবু।

বুধবার নির্বাচনের দিন ঘোষণার পরেই সন্ধেবেলা থেকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে দেওয়াল দখল করে উপনির্বাচনের প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা পাটকেলডাঙ্গা, গোবর্ধনডাঙ্গা, বালিয়া প্রভৃতি এলাকাতে দেওয়ালে চুনকাম করার কাজ শুরু করেছেন বলে জানা গেছে। যদিও সেখানে প্রার্থী হিসেবে কারও নাম লেখা হয়নি। বিরোধীরা অবশ্য সেই শীত ঘুমেই রয়েছে।