এফএ কাপে নিজেদের দাপট বজায় রাখল লিভারপুল। উলভসের বিরুদ্ধে হার্ভে এলিয়টের একটি মাত্র গোলে চতুর্থ রাউন্ডে চলে গেল ক্লপের দল। এফএ কাপের অন্য ম্যাচের ফালাফল কী জেনে নিন।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। প্রিমিয়র লিগে পরপর দুই ম্যাচ হেরে চাপে জুরগেন ক্লপের দল। এই মরশুমে একেবারেই ছন্দে নেই লিভারপুল। দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় ক্লপকে। অবশেষে এফএ কাপে জয়ের রাস্তায় ফিরে এল লিভারপুল। এফএ কাপে নিজেদের দাপট বজায় রাখল তারা।
মঙ্গলবার এফএ কাপে উলভসের মুখোমুখি হয়েছিল ক্লপের ছাত্ররা। আর সেই মাত্র একটি গোল করে দলকে জেতালেন লিভারপুলের হার্ভে এলিয়ট। ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। এরপর গোটা ম্যাচে আর কেউ গোলই করতে পারেনি। ফলে উলভসের বিরুদ্ধে সহজ জয় ক্লপদের।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পায় লিভারপুল। দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। কিন্তু দুঃখের বিষয় হল, ম্যাচে আর কোনও করতে পারেনি ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে করা গোলেই ম্যাচ জিতে নেয় লিভারপুল।
অবশ্য উলভসের ফুটবলাররা অনেক চেষ্টা করে ম্যাচের মধ্যে ফেরার জন্য। কিন্তু লিভারপুলের ডিফেন্সকে কোনও ভাবেই ভাঙতে পারেনি তারা। ফলে ৮ বারের এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে হারতে হল।








































































































































