অনুষ্টুপের ব‍্যাটে ভর করে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত শুরু বাংলার

0
2

রঞ্জি ট্রফির ম‍্যাচে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত শুরু বাংলার। অনুষ্টুপ মজুমদারের ব‍্যাটে ভর করে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রান করে বঙ্গ ব্রিগেড। ১৩৭ রানে অপরাজিত অনুষ্টুপ। রঞ্জিতে দ্বাদশ শতরান করে ফেললেন বাংলার রুকু। ২৩ রানে অপরাজিত প্রদীপ্ত প্রামাণিক। এই ম‍্যাচে নেই অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তিনি ভারতের একদিনের দলে ডাক পেয়েছেন। তাঁর জায়গায় খেলানো হচ্ছে প্রদীপ্ত প্রামাণিককে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ২০ রানে আউট হল করণ লাল। ৫৭ রান করেন অভিমন‍্যু ঈশ্বরন। ১০ রানে আউট হন সুদীপ ঘরামি। মাত্র ১ রান মনোজ তিওয়াড়ি। ৩০ রান করেন শুভঙ্কর বাল। ৪৯ রান করেন অভিষেক পোড়েল। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ এবং প্রদীপ্ত। হরিয়ানার হয়ে তিন উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি করে উইকেট নেন অজিত চ‍্যাহাল, অমন কুমার এবং সুমিত কুমার।