ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পাশাপাশি মেঘালয়তেও যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মালঙ্গি ট্যুরিস্ট লজে থাকার কথা রয়েছে তাঁর। বুধবার হেলিকপ্টারে করে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। মেঘালয় মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে সভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।


আরও পড়ুন:মমতার লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভুক্তি


মেঘালয়ে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রাজ্যে বিরোধী দল হিসেবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। তাই মেঘালয়ের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে তৃণমূল কংগ্রেস এবার মেঘালয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই একাধিক আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নামও ঘোষণা করেছে। বড়দিন পালন উৎসবে গত ডিসেম্বর মাসে মেঘালয় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক প্রকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি রাজনৈতিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে মেঘালয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে নতুন চমক রয়েছে কিনা, সেটাই দেখার।





































































































































