যাত্রা শুরুর ৩ দিনের মাথাতেই হোঁচট খেল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। সোমবার বিহারের ছপরায় গঙ্গার অগভীর জলে হঠাৎই আটকে গেল ভারতের এই ফ্ল্যাগশিপ ক্রুজ। প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি বারাণসী থেকে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫১দিনের যাত্রার ৩দিনের মাথায় বিভ্রাট, নাব্যতা কম থাকায় আটকাল বিলাসবহুল ক্রুজ।

ঠিক কি হয়েছে? সোমবার প্রমোদতরীটির বিহারে নোঙর করার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন প্রত্নতাত্ত্বিক স্থান চিরান্দ ভ্রমণ করতেন যাত্রীরা। কিন্তু, দোরিগঞ্জ এলাকায় গঙ্গাবক্ষে জল কম থাকায় প্রমোদতরীটি আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ছোট ছোট নৌকায় করে তাঁরা যাত্রীদের উদ্ধার করেন।

৫১দিনের ক্রুজ যাত্রায় ভারত ছাড়াও বাংলাদেশের নদীতেও ঢুকবে এই ত্রুজ। ভারতীয় মুদ্রায় বিলাসবহুল এই ত্রুজের প্রতিদিনের ভাড়া ২৫ হাজার টাকা। উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, বাংলাদেশ, অসম-হয়ে ২৭টি নদী পার করার কথা এই ত্রুজের।
আরও পড়ুন- দুর্ঘটনার পর মুখ খুললেন পন্থ, পাশে থাকার জন্য বোর্ড এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি







































































































































