রেকর্ড জনসমাগম, কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা

0
2

কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা। পৌষ মাসের শেষ দিন কপিল মুনির আশ্রম এলাকা জুড়ে প্রচুর মানুষের ভিড়। প্রশাসনের বিবৃতি অনুযায়ী প্রায় ৫১ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন। রাজ্য সরকারের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় বিদেশের মাটিতে বসেও গঙ্গাসাগরের পুণ্যদর্শণ করেছেন প্রায় ৬০.৪ লক্ষ মানুষ।

রবিবার গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষি- মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি শামীমা শেখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। আগামীকাল অর্খাৎ সোমবার সাগরের চারপাশ পরিচ্ছন্ন করতে সকাল ৯ টা থেকে শুরু হবে ‘স্বচ্ছ সাগর অভিযান’। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সাগর সঙ্গমে মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়ার টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। পুণ্যার্থীরা গত ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন যা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা প্রত্যক্ষ করেছেন।

আরও পড়ুন- ‘দিদি কাপ’-কে ঘিরে কাঁথির অরবিন্দ স্টেডিয়াম যেন মিনি ইডেন