অভিষেকের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাক্ষাতে দলবদলের জল্পনা তুঙ্গে

0
2

ক্যাম্যাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  দফতরে পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের দুই বিজেপি বিধায়ক। আর এই সাক্ষাৎ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে  রাজনৈতিক মহলে। জল্পনা, তবে কি এই  দুই বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূল পরিবারের সদস্য হচ্ছেন ?জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।  মনে করা হচ্ছে, দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা। এমনকি তৃণমূলে যোগ দিলে কোন দায়িত্ব বর্তাবে তাদের ওপর, সেই বিষয়েও আলোচনা হয়েছে। দুই বিধায়ক যোগ দিলে বিজেপির কাছে সেটা বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে  রাজনৈতিক মহলে  জোর জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহল মহলের ধারণা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছেড়ে  এই দুই বিজেপি বিধায়ক  তৃণমূলে যোগ দিতে পারেন । অবশ্য বিষয়েটি নিয়ে তৃণমূলের তরফে  এখনও কোনও তথ্য মেলেনি।আসলে বিজেপির অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে চলে আসছে। দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। কিছুদিন আগেই  অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। এমনকি কাঁথির সভা থেকে অভিষেক বলেছিলেন, আমি দরজা খুললে   বিজেপি দলটাই উঠে যাবে।  তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, তাহলে ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দিই।  ডিসেম্বরে বড়সড়ো যোগদান না হলেও নতুন বছরে শুরুতে  অভিষেক-বিজেপি বিধায়কদের সাক্ষাতের পর সেই জল্পনা তুঙ্গে।