রাজ্যে শিল্পের অগ্রগতির লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়েছে তৃণমূল সরকার(TMC Govt)। এবার শিল্পপতিদের আবেদন মেনে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে শিল্প তালুকে জমির দাম(Land Price) কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শিল্পের জন্য জমির দাম আগের তুলনায় কমিয়ে দেবে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর, রাজ্যে নতুন শিল্প গড়ে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বে একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি শিল্পের জন্য। রাজ্যে বিপুল কর্ম সংস্থানের জন্য শিল্পের প্রয়োজন। তাই শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্যের তরফে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জমির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে নতুন নিয়ম চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কলকাতা, হাওড়া এবং দুই চব্বিশ পরগনায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কুড়ি একরের পরিবর্তে নূন্যতম পাঁচ একর জমি হলেই শিল্প তালুক গড়ার জন্য অনুমতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার শিল্পের জন্য জমির দাম কমাতে উদ্যোগী হল তৃণমূল সরকার।








































































































































