অনুব্রত বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ির চালককে তলব সিবিআিইয়ের !

0
3

গোরুপাচার কাণ্ডে এবার সিবিআই তলব করল অনুব্রত বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ির চালককে। কালো টাকা কালো টাকা কী ভাবে সাদা হয়েছে তা জানতেই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে অনুব্রতর বাড়ির পরিচারক আবার লাভপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মী।
জানাগেছে, গোরুপাচার মামলায় কালো টাকা কিভাবে সাদা হয়েছে তা জানতে এবার সিবিআই তলব করল অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক ও অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফানকে। মঙ্গলবার এই দুজনকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিজয় রজক আবার লাভপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মী।
এদিকে সিবিআই সূত্রে জানা গেছে, গরুপাচারের কালো কালো টাকা ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অনুব্রত সাদা করেছেন সেই তালিকায় রয়েছে বিজয় রজক ও তুফানের নাম। এরপরই এদের দুজনকে তলব করার সিদ্ধান্ত নেয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই কারণে অনুব্রতর বাড়ির আরেক পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদে তিনি সিবি আইকে জানিয়েছিলেন তাঁর নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তা জানা ছিল না তাঁর। এমনকী ব্যাঙ্কের নথিতে সই করানোর সময় কত টাকা লেনদেন হচ্ছে তাও জানতে পারতেন না তিনি। গোয়েন্দাদের অনুমান, তেমনই বিজয় ও তুফানকে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে অনুব্রত কালো টাকা সাদা করে থাকতে পারে অনুমান সিবিআইএর।