ভিডিওকন দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক। বম্বে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পেলেন।
১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আজ, সোমবার তাঁদের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। ফলে আজই জেলমুক্তি ঘটতে চলেছে কোচর দম্পতির। এদিন শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, তাঁদের গ্রেফতারি আইন মেনে হয়নি।
প্রসঙ্গত, এর আগে তাঁদের গ্রেফতারিকে ”অবৈধ” দাবি করে আদালতে জামিনের আবেদন জানিয়েছিল কোচর দম্পতি। গত, শুক্রবার এই মামলার শুনানি স্থগিত রাখে আদালত। আজ, সেই আবেদনের ভিত্তিতে দু’জনকে জামিন দেওয়া হল।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ভিডিওকন-আইসিআইসিআই ঋণ দুর্নীতি মামলায় চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে গ্রেফতার করে সিবিআই। এরপর ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুতকেও গ্রেফতার করা হয়। কোচরদের পক্ষের আইনজীবী আদালতে সওয়ালের সময় বলেন, সিবিআই দু’জনকে গ্রেফতার করে আইন বিরুদ্ধ কাজ করেছে। গ্রেফতারির সময় সংবিধান সম্মত নিয়মও মানা হয়নি বলে অভিযোগ করেন কোচর দম্পতির পক্ষের আইনজীবী।
তাঁর আরও অভিযোগ, গ্রেফতারির সময় কোনও মহিলা আধিকারিক ছিলেন না বলেও অভিযোগ করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিবিআই। অন্যদিকে, বম্বে হাইকোর্টের এই জামিনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সম্ভবত আবেদন করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।








































































































































