লোকসভা নির্বাচনকে(Loksava Election) পাখির চোখ করে এখন থেকেই রাজ্যে রাজ্যে প্রচার পর্ব শুরু করে দিতে চলেছে গেরুয়া শিবির। জাতীয় নির্বাচনেও বিজেপির অন্যতম নজর রয়েছে বাংলার দিকে। যার জেরেই বাংলার রথযাত্রা(RathYatra) কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এবিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির(BJP) শীর্ষ নেতারা।
লোকসভা নির্বাচনে এবারও হিন্দুত্বকে হাতিয়ার করে ময়দানে নামছে গেরুয়া বাহিনী। রাজ্যে এই রথযাত্রার উদ্বোধনে আসবেন অমিত শাহ, জে পি নড্ডা, নরেন্দ্র মোদি (Narendra Modi), যোগী আদিত্যনাথরা। গোটা বাংলায় মোট ৬টি রথ চালানো হবে বিজেপির তরফে। সেগুলি হল- ১. দার্জিলিং রথ (দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার), ২. গৌড়বঙ্গ রথ (মালদহ উত্তর, দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ), ৩. নবদ্বীপ রথ (রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বনগা), ৪. রাড়বঙ্গ রথ (বীরভুম, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলী, আরামবাগ) ৫. সুন্দরবন রথ (মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর), ৬. কলকাতা রথ (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ব্যারাকপুর, হাওড়া সদর, উলুবেড়িয়া, শ্রীরামপুর)।
বিজেপির সূত্রে জানা যাচ্ছে, জানুয়ারি মাস থেকেই লোকসভা কেন্দ্র ভিত্তিক প্রবাসে অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা আসবেন। দুটি লোকসভায় একদিনে কর্মসূচি করবেন তাঁরা। প্রতি মাসেই আসতে পারেন শাহ-নাড্ডা। জেলায় জেলায় রাত্রিবাস অভিযান শুরু হবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। এই দলে রাজ্যে সাংসদ বিধায়ক সহ থাকবেন অন্যান্য নেতৃত্বরা। বৃহস্পতিবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সংগঠন নিয়ে এরকম একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
বিজেপি সূত্রের খবর আগামী ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি রাজ্যে আসার পর এবিষয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদিও বিজেপির এহেন রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রথযাত্রা জগন্নাথের হয়। এর আগে আডবানীর রথযাত্রা দেখেছিলাম। যা বাংলায় দাঙ্গা ঘটিয়েছিল। বন্ধু জ্যোতি বসু থামাননি। লালুপ্রসাদ যাদব থামান। জগন্নাথের রথযাত্রায় আমরা সবাই থাকি। আর যদি মানুষের মধ্যে বিষ ছড়াতে হয়, তাহলে তা হওয়া উচিত নয়। রথযাত্রা সাম্প্রদায়িক, ধর্মীয় জিগির হলে হওয়া উচিত নয়।”