শীতে কাঁপছে বাংলা! ৫ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় তাপমাত্রা নামল ১০-এর ঘরে

0
2

শীতে জুবুথুবু বাংলা। উত্তর থেকে দক্ষিণ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে গোটা রাজ্য। ঝোড়ো ব্যাটিং করছে শীত।পূর্বাভাসমতোই আজও বঙ্গে পারদ পতন অব্যাহত। শুক্রবার পাঁচ বছরের রেকর্ড শীত পড়েছে তিলোত্তমায়। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। পারদ পতনের কারণে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:বছরের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত! আজ মরসুমের শীতলতম দিন

আবহাওয়া দফতর তরফে খবর, আজ কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবদবিদরা জানিয়েছেন।

কলকাতার পাশাপাশি রেকর্ড পারদ পতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। ভোর রাত থেকেই রাস্তার ধারে বসে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পংয়ে ৭ ডিগ্রিতে।।