প্রকাশিত হল রাজ্যের নয়া ভোটার তালিকা, নতুন ভোটার ১৩ লক্ষের বেশি

0
2

আর কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোট। রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে। কারণ, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এই ভোট প্রতিটি দলের কাছে এসিড টেস্ট। গ্রাম বাংলার মানুষের মনোভাব বুঝে নেওয়ার শেষ সুযোগ।

তারই মধ্যে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা ধরেই এবার পঞ্চায়েত ভোট হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা হল ৭,৫২,০৮,৩৭৭। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩,৮২,৩৬,৫০৭ জন। অন্যদিকে, মহিলা ভোটার সংখ্যা ৩,৬৯,৭০,০৭১। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭৯৯ জন। এই বছর ১৩,৩৩,২৫১ জন নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া উল্লেখযোগ্যভাবে ভোটার তালিকা থেকে ৪,১৫,২২৯ জনের নাম বাদ গিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মোট ভোটারের শতাংশ হিসেবে ১.২৪% ভোটার বেড়েছে এই রাজ্যে। যার মধ্যে ১৮ বছর থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ২.২০%। এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন।