একুশের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকে গোটা বাংলা জুড়ে কার্যত সংগঠনের বেহাল দশা বঙ্গ বিজেপির (BJP West Bengal)। নিচুতলার কর্মী-সমর্থকরা ঝিমিয়ে পড়ে ভাত-ঘুমে চলে গিয়েছে। সেই অর্থে শাসক বিরোধী কোনও কর্মসূচিও দেখা যাচ্ছে না। তারই মাঝে পঞ্চায়েত ভোট (Panchayat Election) এলো বলে। ত্রিস্তর পঞ্চায়েত লোকসভা ভোটের আগে খুব গুরুত্বপূর্ণ। বলা চলে রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট। লোকসভার আগে গ্রাম বাংলার মানুষের মনোভাব বুঝে নেওয়ার শেষ সুযোগ।
দক্ষিণ বঙ্গে গেরুয়া শিবিরের বেহাল দশা। তাই পঞ্চায়েতে উত্তরবঙ্গকে (North Bengal) টার্গেট করে মুখরক্ষা করার একটা লড়াই চালানোর প্রচেষ্টা করছে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গে সংগঠনকে চাঙ্গা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজেপি সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি শিলিগুড়িতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ জন্য দল প্রস্তুতি শুরু করেছে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, চলতি মাসেই প্রধানমন্ত্রীর আসার কথা। দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে। যদিও বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, প্রধানমন্ত্রীর আসার ব্যাপারে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
কোচবিহার থেকে মালদহ পর্যন্ত পাহাড়, চা বাগান, জঙ্গল ও নদীবেষ্টিত সিংহভাগ বিধানসভা কেন্দ্র গেরুয়া শিবিরের কব্জায় থাকলেও সম্প্রতি শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একগুচ্ছ পুরসভার ভোটে তারা সাফল্য পায়নি। বহু আসনে গেরুয়া প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও তাদের শোচনীয় পরাজয় হয়েছে। তাই মোদিকে এনে পঞ্চায়েতের আগে লড়াই কিছুটা জমিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছে গেরুয়া শিবির।