ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

0
2

ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। মঙ্গলবার ২০২১- ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ আর নতুন করে কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ জানুয়ারি।

প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতির পাশাপাশি ডিএলএডে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। গত বছর ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়।

এদিকে ২০২১-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৮ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ডিএলএড-এ ভর্তির জন্য ফর্ম পূরণ করা যাবে। কিন্তু,আপাতত এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এসএসসি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৫৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি নিয়ম না মেনে চাকরি পাওয়া ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরই মধ্যে এবার ডিএলএড-এ ভর্তি প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ ওঠা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আপাতত এই কোর্সের ভর্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হল।