রুরকির সমীপ মোড়ের কাছে গত শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে ঋষভ পন্থের গাড়ি। তারপরই থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হলেও পন্থের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর এবার পন্থের গাড়ি দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি নিজের জীবনের এমনই একটি দুর্ঘটনার কথাও উল্লেখ করেন এ প্রসঙ্গে কথা বলার সময়।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কপিল দেব বলেন,”এট একটা বড় শিক্ষা। আমি যখন উঠতি ক্রিকেটার ছিলাম, একবার মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েছিলাম। সেই থেকে আমার দাদা আমাকে মোটরসাইকেল ছুঁতেও দিতেন না। ঋষভ পন্থ নিরাপদ থাকায় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। ক্রিকেটারদের নিজেদের খেয়াল রাখা উচিত। ঋষভ পন্থের মতো ক্রিকেটার নিজে গাড়ি চালানোর বদলে অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারে বলে মন্তব্য করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক।”

এখানেই না থেমে কপিল দেব আরও বলেন,”হতে পারে তোমার একটা সুন্দর দেখতে গাড়ি রয়েছে, যেটা অত্যন্ত দ্রুত গতির। তবে তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারো, নিজে গাড়ি চালানোর দরকার নেই। আমি বুঝি যে, অনেকের কাছে এটা একটা হবি এবং তারা পছন্দ করে গাড়ি চালাতে। এই বয়সে সেটা স্বাভাবিক। তবে তোমাকে দায়িত্বের কথাটাও মাথায় রাখতে হবে। একমাত্র তুমিই নিজের খেয়াল রাখতে পারো। তোমাকে নিজের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।”












































































































































